পাড়ার কুকুর গু ঘেঁটে খায়
বিলেতি খায় গোস্ত,
আপন মানুষ ধার ধারে না
পররা বলে দোস্ত!


মায়ের চেয়ে মাসির দরদ
ঝড়ের মুখে বাতি,
মাছের তেলে মাছ ভাজাটা
শত্রু আপন জাতি।


ঘরের কথা পরকে বলা
কুমির আনা খালে,
খারাপ লোকের সঙ্গ দেওয়া
স্বেচ্ছায় বন্দি জালে।


পরের টাকায় ফুর্তি করা
আত্মসম্মান হানি!
আমরা এসব সবই জানি-
কিন্তু ক'জন মানি?।