পাপ যে করে, সে জ্বলে পুড়ে মরে
পাপের শাস্তি তারে দৌড়াইয়া ধরে,
পাপ করিয়াছো? তবে শোনো প্রিয়তমা
কদমে লুটায়ে চাও তাঁর কাছে ক্ষমা!
তিনি অসীম দয়ালু, পরম মেহেরবান
ক্ষমা পাবে, পাপ হোক ঐ সম আসমান।


পাপের বোঝা বয়ে, পাপের শাস্তি সয়ে-
তুমি আর কত যাবে নিজেরে ক্ষয়ে?
নতজানু হও, নত করো তোমার ঐ শির
ভুলে যেও না, দুনিয়ায় তুমি মুসাফির,
আগুনের শিখা, সাপ বিচ্ছুর দোযখে
যারা পাপী তারাই যায়, পাপের শাস্তি ভোগে।


স্বেচ্ছায় কোনো লোক চায় না নিজের ক্ষতি
পাপ করলে পাবে সাজা হোক সে এক রতি,
তুমি ফিরে আসো, কদমে লুটাও তাঁর
সৃষ্টির সবকিছু এক ইশারায় চলে যার!
হে পাপীষ্ঠ! খোলো ঐ মরচে ধরা দিল
যেই দিলে শয়তান লাগিয়েছে শত খিল।


পাপ করবে, এটা তো তোমার স্বভাবজাত!
তাই ক্ষমা চাও, করতে পাপেরে কুপোকাত;
রাত দিন কাঁদো, ঝরাও দু'চোখের বারি
তিনি রহমান, বৃথা যাবে না তব আহাজারি!
তুমি কতটুকু পাপ করিয়াছো প্রিয়তমা?
হিসেব করো, সবটুকু একসাথে করো জমা,
পাহাড় সমান? আসমান সমান? কতটুক?
তোমার পাপে পূর্ণ হবে কী সাগরের বুক?
হোক, তারচেয়ে আরও বেশি পাপ হোক;
ভয় কোরো না, তোমারে দিবে না দোযখ!
তিনি রহমান, ভালোবাসে ঐ পাপীষ্ঠ বান্দারে-
যে পাপ করে এবং ক্ষমা চায় তাঁর দ্বারে।


তুমি খুন করেছো? করেছো ব্যভিচার জিনা?
ভুলে যাও, আজ থেকে করো পাপেরে ঘৃণা।
পাপেরে যে ঘৃণা করে, পাপ সে করে না
পাপ করে কেঁদে কেঁদে অনুতাপে মরে না,
যারা পাপী তারা ভেতরে ভেতরে সদা পুড়ে
তারা সুখ পায় না, দুঃখ তাদের খায় কুড়ে কুড়ে।


কেন পাপ করো? কে বলেছে ভুল পথে যেতে?
দুদিনের দুনিয়ার রঙ তামাশায় কেন থাকো মেতে?
আল্লাহকে ভুলে, তুমি কোন্ প্রভুকে করো খুশি?
সে কী তোমায় নাজ নেয়ামত দিয়ে রাখিছে পুষি?
হায় রে পাপীষ্ঠ! পাপের পথ থেকে ফিরে আয়
স্বয়ং আল্লাহ ডাকছে তোমায় আপন মহিমায়।