আমার দেশ, ষড়ঋতুর দেশ
সব ঋতুকেই ভালোবাসি বেশ
কিন্তু তাদের টপে রাখি সামার
কারণ হলো আমি সামার লাভার!
সামার মানে দাবদাহ নয়
বাতাসে নয় ফুলকি!
সামার কেন ভালো লাগে
বললে ভাঙবে ভুল কি?


আমার সামার কিউট কুইন শৈশব স্মৃতিপটে
প্রথম দেখায় ঝড় তোলে তাই লন্ডভন্ড ঘটে!
কিশোরী আম থোকায় থোকায় মুক্ত প্রেমে দোলে
সর্বনাশ ঘটার সময় সবাই বিবেক ভোলে!
বৈশাখী ঝড় গ্রাস করে
ধপাস করে আম পড়ে
যুবতি আম নতুন করে প্রেমে পড়ে আবার
আমের প্রেমে মত্ত বলে আমি সামার লাভার।


মাঠের পরে মাঠ, শুকনো ঢিলার হাট
ঢিলার সাথে কথা বলে নবজাতক পাট!
কান কথাতে কান দিয়ে
রোদ বাদলে হলে বিয়ে
আখের ক্ষেতে পালিয়ে যায় খেক-শিয়ালের ঝাঁক
আমার মতো সামার লাভার থাকলে তাকে ডাক।


নাটাই হাতে ঘুড়ি উড়াব
ঝড়ের দিনে আম কুড়াব
পথ হারিয়ে, হারিয়ে যাব পেলে ফলের গন্ধ
বলল সবাই 'না, যাব না' সামার এখন মন্দ।