তেঁতুল ধরে থোকা থোকা
দেখতে তেঁতুল বাঁকা,
কেউ'বা তেঁতুল কাঁচা খায়
কেউ'বা আবার পাকা।


গাঁয়ের চ্যাংড়া ছেলে মেয়ে
তেঁতুল পাড়ে ঢিলে,
দিদি বৌদি চোখ বুঁজে আর
তেঁতুল খায় গিলে।


অন্তঃসত্ত্বা সব মাসি পিসি
খায় রোজ ঘুরে ফিরে,
কেউ'বা আবার বোয়েম ভরে
যত্ন করে রাখে নীড়ে।


আচার চাটনি বানিয়ে লোকে
খায় বেশ চৈত্র দিনে,
কেউ'বা আবার সওদা করে
কেজি দরে আনে কিনে।


কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল
সব তেঁতুলেই ঝোঁক,
তেঁতুল দেখে জিভ ভিজে না
দেখাও এমন লোক।