আমার খুব ইচ্ছে করে তোমার ঐ হাতটি ধরে
যেতে গো তেপান্তরে, যেতে গো তেপান্তরে,
তেপান্তরের মাঠে ঘাটে ঘুরতে চাই সারাবেলা
তোমার সাথে দুষ্টামিতে খেলতে চাই প্রেমের খেলা।


তুমি কেন যাও গো একা আমাকে রেখে ঘরে
হৃদয় আমার প্রেম বিহনে তিলে তিলে শুধু মরে,
তোমার একটু ছোঁয়া দিলে হবে কি এমন ক্ষতি?
আমার আর কেবা আছে? তুমি ছাড়া বলো পতি।


তেপান্তরের কথা শুনি রোজ তো লোকের মুখে
সেখানের আলো বাতাস ছুটে নাকি মহা সুখে,
পাখিদের কিচিরমিচির শোনা যায় কাছে থেকে
এবার যদি যাও গো প্রিয়, নিও গো আমায় ডেকে।


তেপান্তরের কথা শুনে মনে উঠে সুখের ঢেউ
নিবে কী তেপান্তরে? নিবি কী সঙ্গে কেউ?
আমার খুব ইচ্ছে করে তোমার ঐ হাতটি ধরে
যেতে গো তেপান্তরে, যেতে গো তেপান্তরে।


তেপান্তরের গাছগাছালি ছায়া দেয় হেসে হেসে
সেখানের পাখিগুলো কথা বলে কাছে এসে,
এত সুখ, এত সুখ! তেপান্তর তেপান্তরে.........
তবুও কেন বন্দি রাখো আমাকে একলা ঘরে?


আমার খুব ইচ্ছে করে যেতে ঐ তেপান্তরে
নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যাও সঙ্গি করে,
তেপান্তরে আর কী আছে? দেখালে হাতটি ধরে
পাবো গো জনম সুখ, সুখেতে যাবো মরে।