তোমরা যে স্বাধীনতার কথা বলছো
সে স্বাধীনতা আমার নয়।
যে স্বাধীনতার গল্প শুনতে শুনতে -
ফুলের মতো বিশ্বাসে বেড়ে উঠেছে নারী,
আজ সে স্বাধীনতা নয় তারই।


যে স্বাধীনতার দুর্গম ইতিহাস
শিশুর কোমল মনে দাগ কেটে গেছে নিভৃতে,
তোমরা পেরেছো কী 'সে স্বাধীনতা'
তাদের হাতে তুলে দিতে?


যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি
বুলেটের সামনে পেতে দিয়েছি নগ্ন বুক,
সে স্বাধীনতা আজও পাইনি।
বলো, কে পেয়েছো কতটুক?


তোমরা যে স্বাধীনতা দেখছো,
সে স্বাধীনতা আজ কঙ্কাল, মৃত!
প্রকৃত স্বাধীনতা মরে গেছে একাত্তরে
মিশে গেছে শহীদের রক্তে,
ধর্ষিত বোনের ইজ্জত হারানোর মতো -
স্বাধীনতা হারিয়ে গেছে পুতুল খেলার ওয়াক্তে।


তোমরা যে স্বাধীনতার কথা বলছো -
সে স্বাধীনতা আমার নয়,
সে স্বাধীনতা শ্রমিকের নয়,
সে স্বাধীনতা দরিদ্রের নয়,
আজ সে স্বাধীনতা শুধু তাদের -
যারা সময়ের পালকিতে চড়ে
খানের মুখোশ বদলে সেজেছে শেখ।