মাঠের পরে মাঠ জুড়ে বিশাল আমের বন
গ্রীষ্ম এলেই আমের ঘ্রাণে মন ছুটে যায় মন,
গাছের ডালে থোকা থোকা হরেক জাতের আম
ল্যাংড়া ফজলি আম্রপালি আরও অনেক নাম।


কাঁচা আম দেখতে সবুজ পাকলে হয় লাল
পাকা আম মুখে নিতেই যায় ভরে দুই গাল,
আমের খোসা পাতলা পুরু, আঁশ ভরা হয় আঁটি
স্বাদের কথা বলবো কি ভাই? যেন মধু খাঁটি।


খোকা খুকি সারাটা দিন এগাছ-ওগাছ ছুটে
ধপাস করে আম পরে যেই দৌড়ে গিয়ে খুটে,
বৈশাখ এবং জৈষ্ঠ দু'মাস মনটা রোজই টানে
মন ছুটে যায় আমের বনে, পাকা আমের ঘ্রানে।