ধান কাটা হলো শুরু, পাকা পাকা ধান
মাঠে মাঠে শুনি তাই কৃষকের গান,
পাকা ধান ঘরে এলে মন নাচে সুখে
হাসি ফোটে খোকা খুকি কৃষাণির মুখে।


উঠোনে ধানের আজ শুধু ছড়াছড়ি
আয় খোকা আয় খুকি ছড়াখানি পড়ি,
বুলবুলি ধান খেয়ে গেয়ে ওঠে গান
ঝকঝক করে রোদে পুরো আসমান।


ঘাসফুল ফুটে ওঠে শিশিরের স্পর্শে
বোনাবুনি হয় শুরু গম ডাল সর্ষে,
সকালটা ঢাকা থাকে কুয়াশার চাদরে
রোদ দেখে কুয়াশা বলে ওঠে ভাগো রে!


ভেগে যায় কুয়াশা তাই শিশিরের দল
সোনা রোদ গায়ে মেখে করে ঝলমল,
ভোরে দেখি পুকুরের জলে ওঠে ধোঁয়া
তোমাদের সৌভাগ্য হয়েছে তা ছোঁয়া?


মাঠে মাঠে বাতাসে ধান খেলে ঢেউ
প্রকৃতির এই রূপ দেখেছো কী কেউ?
খোকা বলে খুকি বলে দেখেছি দেখেছি
এই দেখো রংতুলি দিয়ে ছবি এঁকেছি।


বিঃদ্রঃ [কবিতাটি ২৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দে 'দৈনিক সময়ের আলো' পত্রিকায় 'রংতুলি' শিরোনামে প্রকাশিত হয়।]