প্রজাপতি ফুলে ফুলে করে মাখামাখি
কী নামে ডাকি তাকে পোকা নাকি পাখি?
পাখি যদি ডাকি তবে এড়াবে কে দায়?
নিজ জাতি হয়ে কেউ নিজ জাতি খায়?


পোকা যদি ডাকি তবুও হবে মহা ভুল
পোকারা কী কখনো ভালোবাসে ফুল?
পোকা ডাকি, পাখি ডাকি, ডাকি প্রজাপতি
কী নামে ডাকলে সে খুশি হয় অতি?


কোনো নামে ডেকো না, করে যদি আড়ি!
মাঝে মাঝে ডেকো তবে ফুল কুমারী।


বিঃদ্রঃ [১৩ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে "দৈনিক দেশতথ্য বাংলা" পত্রিকায় প্রকাশিত]