মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে প্রেম করতে নেই
ভালোবাসতে নেই,
তাদের ভালোবাসা ফুল হয়ে ফুটে
আবার ফুল হয়ে ঝরে যায়।
বাস্তবতা বলতে একটি শব্দ আছে
সেই শব্দের গন্ডি থেকে তারা বেরিয়ে আসতে পারে না,
মধ্যবিত্ত ঘরের ছেলেরা মন দিয়ে ভালোবাসতে পারে
কিন্তু ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে না।
মধ্যবিত্ত ঘরের ছেলেরা প্রেমিকার অভিশাপ বহন করতে পারে,
হাজার কষ্ট সহ্য করতে পারে,
মুখ বুজে সব কিছু মেনে নিতে পারে,
কিন্তু চিৎকার করে কান্না করতে পারে না।


মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে প্রেম করতে নেই
ভালবাসতে নেই,
মধ্যবিত্ত ঘরের ছেলেরা প্রেমিক হতে পারে
কিন্তু প্রেমিকার বর হতে পারে না,
তারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে
কিন্তু ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে না,
মধ্যবিত্ত ঘরের ছেলেরা হয়তো এজন্য পাষাণ!
এজন্য এত নিষ্ঠুর,
ভালোবাসার আঘাত সহ্য করাটা তাদের জন্মগত অভ্যাস
শুধু অভ্যাস নয়!
খুব বাজে একটা অভ্যাস,
হয়তো তাদের এই বদঅভ্যাস কোনোদিন যাবে না।


মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে প্রেম করতে নেই
ভালবাসতে নেই,
কারণ মধ্যবিত্ত ঘরের ছেলেরা ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে না
বুকভরা স্বপ্ন পূরণ করতে পারে না।
মধ্যবিত্ত ঘরের ছেলেরা বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে বাঁচতে পারে,
মিথ্যে হাঁসি হাঁসতে পারে,
চোখের জলে ভাসতে পারে,
কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধতে পারে না।