ধূম পড়েছে পাড়াগাঁয়ে
নবান্নের ওই ধূম,
জাগল সকল কৃষক কৃষক
ভাঙলো সবার ঘুম।
ধূম পড়েছে মাঠে-ঘাটে
ধূম পড়েছে হাটে,
ধূম পড়েছে সোনার দেশে
নবান্নের ওই বাটে।


মনের সুখে কাটছে কৃষাণ
সোনার ফসল ধান,
হাসছে সকল কৃষাণি আর
নাচছে ধরাধাম।
খোকা-খুকির মুখের বুলি
খাবে পিঠাপুলি,
সোনার ফসল ঘরে এলেই
দুঃখ যাবো ভুলি।


ছুটছে কৃষাণ মাঠের পানে
মাথাল কাঁচি লয়ে,
সোনার ফসল কাটছে সবাই
আনছে মাথায় বয়ে।
ধূম পরেছে সারা দেশে
ধূম পড়েছে ধূম,
ধূম পড়েছে পিঠাপুলির-
নবান্নের ওই ধূম।