এই ছেলেটা সবার বেশি করে শুধু হাসাহাসি
কথা কিংবা কাজের বেলা হাসতে পারে মুচকি হাসি,
এই ছেলেটা দিবা-নিশি হাসতে পারে সবার বেশি
দুঃখ পেলেও হেসে বলে দুঃখ পেতে ভালোবাসি।


এই ছেলেটা অনাহারে খিলখিলিয়ে হাসতে পারে
হাসি মুখে এই ছেলেটা সারা গাঁয়ে নাচতে পারে,
এই ছেলেটার মুখের হাসি উপচে পড়ে সবার ঘাড়ে
সবার মুখে হাসির জোয়ার এই ছেলেটা আনতে পারে।


এই ছেলেটা সবার বেশি হাসতে পারে আপন মনে
সকাল-বিকাল রাত্রি-দুপুর হাসতে পারে প্রতিক্ষণে,
এই ছেলেটা এত হাসি কোথা থেকে আনে কিনে ?
নগদ টাকায় কিনে নাকি- চেয়ে আনে প্রেমের ঋণে?


এই ছেলেটার দেখা পেলে সবার মুখে হাসি আসে
এই ছেলেটা হাসি মুখে থাকে সদা সবার পাশে,
এই ছেলেটার এমন মন হাসতে পারে সারাক্ষণ
মরণ এলেও এই ছেলেটা হাসিমুখে করবে বরণ।