ছোট বলে কাউকেই কোরো না হেলা
এমনও তো হতে পারে তোমার বেলা,
যে ঘটনা ঘটাবে ছোটদের বেলা
ঘটে যদি তোমারও, টের পাবে ঠেলা।


আজ তুমি বড়, কাল ছোট হতে পারো
ছোটদের ভালোবাসো, হবে বড় আরও,
মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই
সকলে একই সমান আল হাদীসে পাই।


তুমি যেমন রবের সৃষ্টি, আমিও তাই
তবুও কেন ছোট বলে হও চড়া উৎরাই?
অহংকার ফেলে দাও, মানুষ হও খাঁটি
বলো দেখি কার পা ছোঁয়নি'কো মাটি?


অহংকার কোরো না, মানুষের শোভা না
মেলে দিলেও নিষিদ্ধ রমনীকে ছোঁবা না,
চাইলেই পৃথিবীতে পশু হয়ে ওঠা যায়
মানুষ হয়ে ওঠাই--- মানুষের জন্য দায়।