আমরা ধীরে ধীরে এগিয়ে যাই-
এগিয়ে যাই তড়িৎ গতিতে মাতৃ জরায়ু বেয়ে,
সরল পেয়ালা থেকে গরল নদী পেয়ে,
আমরা এগিয়ে যাই বাঁধের পর বাঁধ ভেঙে
এগিয়ে যাই হিমালয় পর্বত ডেঙে।

তারপর আমরা আরও বহুপথ এগিয়ে যাই
হামাগুড়ি দিয়ে, হাঁটতে হাঁটতে, দৌঁড়াতে দৌঁড়াতে;
বিছানায় কাতরাতে কাতরাতেও আমরা এগোতে থাকি চূড়ান্ত লক্ষ্যে,
আমরা এভাবে এগোতে এগোতে একদিন পৌঁছে যাই  ভূগর্ভে-
তারপর পৌঁছে যাই বিভীষিকাময় নরক কিংবা নিরাপদ স্বর্গে।