প্রাণ ভিক্ষা চেয়ে যে চোর ব্যাটা বলেছিল
ছেড়ে দিন বাবুসাব ভালো হয়ে যাব,
খেটে খাব, চুরি করা ছেড়ে দিব!


প্রলয়ের মুখে পড়ে যে বা যারা বলেছিল
এ যাত্রায় বেঁচে গেলে ভালো হয়ে যাব!
বেঁচেছিল, তারা সবাই বেঁচেছিল।


রোগে ভোগা মিথুনের কাকা বলেছিল
সেরে গেলে রসূলের দেশে যাব,
হজ্ব গিয়ে ভালো হয়ে যাব।


আরও কতশত লোক কতভাবে বলেছিল
বেঁচে গেলে ভালো হয়ে যাব,
ফিরে এলে ভালো হয়ে যাব,
তাকে পেলে ভালো হয়ে যাব,
বলেছিল- যা করার এবারই শেষ!
তারপর দিব্যি ভালো হয়ে যাব।
অথচ কাউকেই ভালো হতে দেখিনি -


ভালো হব এ কথা তুমিও তো বলেছিলে
কতটুকু ভালো হলে একবার ভাবো?