আজও হায়াতের গাছে মরেছে বয়স্ক ডাল!
রোজ রোজ ঝরে পড়ছে অসংখ্য পাতা,
প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কমছে আয়ু
হাতছানি দিয়ে ডাকছে মহাকাল!


আমি পৃথিবীর গাড়িতে চড়ে সামনে এগোচ্ছি,
জীবন এখানে কখনো থমকে দাঁড়ায়নি!
থামাতে চাইলেও থামেনি পৃথিবীর গাড়ি।


ওহে পৃথিবীর ড্রাইভার
আমাকে নামিয়ে দাও
আমি ভুল করে চড়েছি এই গাড়িতে,
আমাকে মায়ের কাছে যেতে দাও
বাবার কাছে যেতে দাও
ভাইয়ের কাছে যেতে দাও
বোনের কাছে যেতে দাও
বন্ধুর কাছে যেতে দাও
আমি ওদের ছেড়ে কোত্থাও যাব না।


এই গাড়ি থামো!
আমি নেমে যাব বলতেই দেখি -
পৃথিবীর গাড়িতে বসে আছে সব্বাই!
আমার আর নামা হলো না,
পৃথিবীর গাড়ি আমাকে কোথায় পৌঁছাবে
সে কথা টিকেটের কোথাও লেখা নেই!


পৃথিবীর গাড়িতে আমি গন্তব্যহীন যাত্রী
তবুও আনন্দ ভ্রমণে কাটাচ্ছি দিবস রাত্রি।