অবশেষে জেনেছি -
অন্ধেরও দৃষ্টি আছে,
তারও আছে অন্তর চোখ।
যে মানুষটি জন্মান্ধ;
সেও দেখে প্রিয়জনের মুখ!
তফাতটা শুধু এতটুক -
তার কাছে মুখ ও মুখোশ একই
অন্তর্দৃষ্টিতে আঁকে যেই রূপ।