এক মণ দুধকে নষ্ট করে এক ফোঁটা গো'চানা
পুকুর নষ্টের জন্য দায়ী সামান্য কচুরিপানা,
দেশ করে নষ্ট দেশদ্রোহী আর বেইমান গুপ্তচর
সমাজ নষ্টের জন্য দায়ী হিংসুটে লোক বিষধর‌।


সংসার নষ্ট কান কথায় নিজেরা করলে বিবাদ
অতি নুনে নষ্ট হবেই হবে তরকারির সব স্বাদ,
দলের ভেতর দলাদলি হলে- নষ্ট হয় সে দল
অকাজে কুকাজে জোর খাটালে নষ্ট গায়ের বল।


ডিম হয় নষ্ট! না পায় যদি - সঠিক সময়ে তা
ভবিষ্যৎ নষ্ট! না ভেবে যদি সামনে বাড়াও পা,
পেট হয় নষ্ট অতি ভোজনে, অনাহারে হয় দেহ
অতি আদরে সন্তান নষ্ট, এ-কথা মানি কী কেহ?


সম্পর্ক নষ্ট হয় দ্রুত! বিশ্বাসে পড়ে যদি ভাটা
নষ্ট লোকের কাজটা হলো অপরের দোষ ঘাঁটা,
অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বুঝলে বেয়ান সাব?
অতীত ভাবনায় সময় নষ্ট, হয় না মোটেও লাভ।