ছায়ার সাথে লড়াই করে জিততে যদি চাও
সুকুমারের ছড়ার দিকে চোখ বুলিয়ে নাও,
অসম্ভব নয় কোন কিছুই বুদ্ধি শুধু আঁটো
মাথার ওপর সূর্য এলে ছায়াই হবে খাটো,
ইচ্ছে হলে মলতে পারবে ছায়ার দুই কান
আদর করে ভাঙতে পারবে ছায়ার অভিমান।


জানতে পারবে কাঠ বুড়োর বয়স কত দিন
অসম্ভব নয় কোন কিছুই বুঝলে আলাদিন?
হাওয়া খেয়ে দিব্যি বেঁচে চিবিয়ে খাবে পানি
সুকুমারের ছড়া নিয়ে করবে টানাটানি -
শিশু কিশোর সবার মনে সুখ আনন্দের ঢেউ
কে দিয়েছে? সুকুমার রায়, আর দেয়নি কেউ।