আমাদের শরীরে অবহেলিত কিছু অঙ্গ আছে যেখানে বিশেষ প্রয়োজন ছাড়া হাত দেই না,
গোসলের সময় সাবান দেই না।


দীর্ঘদিনের অবহেলিত সেই অঙ্গে
যখন খোশ পাঁচড়া দাউদ চুলকানি হয়
তখন নিজেই নিজের অঙ্গ চুলকিয়ে ক্ষত করি -
দিনে কমসে কম শতবার হাত লাগাই,
নিয়ম মেনে কয়েকবার মলম লাগাই।


আসলে আমাদের স্বভাবটাই এরকম!
পাছার কাপড় খুলে না গেলে শরম হয় না,
বড় ধরনের ক্ষতি না হলে হুঁশ ফিরে না।


যেদিন হুট করে শুনবো আমাদের পায়ের তলার মাটি সরে গেছে,
দেশটা দেউলিয়া হয়ে গেছে,
সেদিন আমরা চুলকাতে চুলকাতে পাছার ছাল তুলে বলবো-
হায়! হায়! আমাদের সর্বনাশ হয়ে গেছে।