আগের মতো দেখি না আর কর্জে হাসানা
কর্জ দিলেও জুড়বে সাথে নানান বাহানা,
সবার মাথায় ঘুরছে যেন সুদের টাকার হার
ভাই বলো আর বন্ধু বলো দেয় না কেহ ছাড়!
ধার দিবে না, ধার দিবে না, দিবে তারা সুদ
সুদের নেশায় মগ্ন হয়ে থাকছে যারা বুঁদ।


সুদকে তারা সুদ বলে না, বলে বেনিফিট
টাকা দিয়ে টাকা ধরার ব্যবসা এটাই হিট!
'সুদ খেয়ো না' লিখাটি- পড়ে দেখি কোরআনে
বলো দেখি এই জামানায় কয়জনে তা মানে?
সুদ দিও না, সুদ নিও না, এটা পাপের কাজ
কত বড় পাপ যে এটা! ভাবতে লাগে লাজ।


মায়ের সাথে জিনার শামিল সুদের কারবার
আল্লাহ তাআলা কুরআনে তা বলেছেন বারবার,
সুদ মুক্ত লেনদেন হোক, গড়ে উঠুক সম্প্রীতি
সবার মাঝে বিরাজ করুক আল কুরআনের নীতি,
সুদকে মোরা ত্যাজ্য করে সাহায্যের হাত বাড়াই
চলুন চলুন স্বার্থ ছাড়া সবার পাশে দাঁড়াই।