টাপুর টুপুর ভেজা দুপুর
টিনের চালে বৃষ্টি,
ঝম-ঝমা-ঝম বাজনা বাজে
বিনা তারের সৃষ্টি।


চিরল চিরল গাছের পাতা
জলের ফোঁটায় নাচে,
বৃষ্টিমুখর স্রোতের ধারায়
কৈ মাছ উঠে গাছে।


কলমি ডগার উপর বসে
ঘাস ফড়িংয়ের দল,
অবাক চোখে দেখতে থাকে
ব্যাঙদের কোলাহল।


জমিন ফু্ঁড়ে বেরোয় কেঁচো
পাখিরা যায় ধরতে,
ঠিক তখনি আম্মা বলেন
পড়তে বসো পড়তে।


পড়ায় আমার মন বসে না
বৃষ্টিমুখর দিনে,
বড় হলে এই দুপুরটাই -
নিবো রে ভাই কিনে।


[১৯ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ "দৈনিক আমার সংবাদ" পত্রিকায় প্রকাশিত]