প্রিয়, গল্পেরও একটা গল্প থাকে
অধৈর্যেও থাকে ধৈর্য,
সীমাহীন যে, তারও থাকে সীমা
কৃতকার্যেরও থাকে কর্য।


যার কিছুই নেই, তারও কিছু থাকে
হয়তো তা লুকানো, অদৃশ্য!
যে বলে তার কোনো গুরু-টুরু নেই
সেও কারো না কারো শিষ্য।


জানো, অমানুষেরও একজন মানুষ থাকে
মিথ্যাবাদীরও থাকে বিশ্বস্ত বন্ধু,
তুমি যাকে অবহেলা করে ফেলে চলে যাও
কেউ তাকেও পাত্তা দেয় কিন্তু।


আমরা পৃথিবীর বুকে দেখি বিশাল শূন্যতা
আসলে কোথায় কোনো শূন্যতা নেই,
স্রষ্টার সকল সৃষ্টি একদম নিখুঁতভাবে পরিপূর্ণ;
আমার পূর্ণতা কেবল তোমাকে পেলেই।