ট্রেন চলেছে ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
ঝকঝকিয়ে যাচ্ছে ছুটে
বাজছে ভেঁপু ওই-
ট্রেন চলেছে কই?


সবুজ শ্যামল মাঠ পেড়িয়ে
চলছে ছুটে ওই-
হাজার কিলো পথ মাড়িয়ে
সঙ্গে নিয়ে সই!
ট্রেন চলেছে কই?


খোকা খুকি চড়ছে ট্রেনে
খাচ্ছে মুড়ি খই,‌
গাছগাছালি দু'পাশ থেকে
যাচ্ছে সরে কই?
ট্রেন চলেছে কই?


ট্রেনের বাড়ি কোন শহরে
থাকে কোথায় কই?
মাঝে মাঝে নেয় জিরিয়ে
বাজায় ভেঁপু ওই-
ট্রেনের বাড়ি কই?


বিঃদ্রঃ (কবি শামসুর রাহমানের ট্রেন ছড়ার অনুকরণে লেখা)