আমার কি যেন হয়েছে
আমি যেন বদলে যাচ্ছি -
আমার হাত পা, সবই তো ঠিক আছে
তবুও কেন বদলে যাচ্ছি?


গায়ের রঙ? চুলের রঙ?
কিছুই তো বদলায়নি-
কর্ম শক্তি, যৌন শক্তি, কী এমন বদলেছে?
বয়স তো সবে মাত্র সোয়া কুড়ি।


তবে বদলালো কী?
আয়নার সামনে দাড়িয়ে নিজেকে প্রশ্ন করছি -
কোনো উত্তর নেই;
চেনা অচেনা মানুষের কাছে আমি নাকি আগের মতোই আছি,
কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি আপাদমস্তক বদলে যাচ্ছি।


আমি বদলে যাচ্ছি-
একথা কেউ জানে না।
আমি অনুভব করছি-
আমি ভেতর থেকে পুরোপুরি বদলে যাচ্ছি,
কিন্তু কেন? কেন বদলে যাচ্ছি?
আমার মতো কি সবাই বদলে যায়?
ভবিষ্যতে কী সবাই বদলে যাবে?


আমি যেভাবে বদলে যাচ্ছি
সেভাবে কাউকেই বদলে যেতে দেখিনি‌।
আমার বদলে যাওয়া কী রেঁনেসা?
নতুন প্রজন্মের বিপ্লব?
নাকি ভয়ানক ধ্বংসের রূপরেখা?
আমি কিছুই বুঝে উঠতে পারছি না,
আমি কেন বদলে যাচ্ছি।