নিশি রাতে বুনো ফুল পাপড়ি মেলে
ফুলের গায়ে জোসনা এসে ঢেউ খেলে,
এমন সময় জোসনা, ফুল এবং প্রেমিক
নিজের থাকা সবটুকু যে বিলায় ঠিক,
কেউ কি তবু নিজে যেচে কাছে এসে
বুনো ফুলের গন্ধ শুঁকে? ভালোবেসে -
অনাদরে বেড়ে ওঠা পথের ধারে
অনাবাদি জমির বুকে ঝোপে ঝাড়ে,
কেউ দেখে কী বুনো ফুলের ভরা যৌবন?
তাদের বুকে লুকিয়ে থাকা গুপ্ত মৌবন?
যে দেখে সে প্রেমিক আর মৌমাছি
কেউ লুটে নেয় কেউ ডলে যায়, না বাঁচি!