তুমি বরং প্রজাপতি হয়েই এসে
বুনো ফুলের হৃদয়টুকু ভালোবেসো,
যৌবনের সব রূপ দেখাবো পাপড়ি খুলে
সুবাস দেবো ফাগুন হাওয়ায় হেলে দুলে,
এমন করে আমন্ত্রণ কী জানায় ফুল?
নাকি আমার ভাবনাগুলোই শুধু ভুল?
অনাদরে ফোটে ফুল আবহেলায় ঝরে
তবুও যে সুবাস ঢেলে হৃদয়খানি ভরে,
বুনো ফুলের সাথে এমন মধুর দিনে
ইচ্ছে করে হৃদয় বেচি, সুবাস কিনে।