ঝাঁকে ঝাঁকে উড়ে আসে কুয়াশার ছা
সাদা চাদরে ঢেকে দেয় পুরো গা,
হিমালয় বেয়ে নামে হাড় কাঁপা শীত
হুট করে ঢুকে পড়ে ফাঁক পেলে কিঞ্চিৎ।


পৌষ মাঘে সকলেই থরথর কাঁপে
বুড়া বুড়ি বসে থাকে রৌদ্রের তাপে,
শীতকালে ঠান্ডা পানি লাগে যেন বাঘ
গোসলে অনীহা শতকরা আশি ভাগ।


জেগে ওঠে নানা রোগ কনকনে শীতে
পায় না বল অনেকেই গায়ে পেশীতে,
শীতকালে গরিবের বাড়ে পেরেশানি
এক লেপ নিয়ে করে দুজনে টানাটানি।


পশু পাখি তাদেরও শীত লাগে খুব
তাই তারা শীত এলে থাকে নিশ্চুপ,
তবে আমি শীত এলে হই না ভীতু
কারণটা শীত নিয়েই দেশ ষড়ঋতু।