ছড়াকার ছড়া লিখে
গল্পকার গল্প,
লেখালেখি সোজা নয়
ত্যাগ নয় অল্প।


শিল্পীরা ছবি আঁকে
চাষী কাটে ধান,
কাজ করে সকলেই-
দিয়ে মন প্রাণ।


জুতা তালি দেয় মুচি
কুলি টানে মাল,
কোনো কাজ ছোট নয়
শোনো আফজাল।


বণিকেরা হাটে যায়
গৃহিণীরা রাঁধে,
খোকা খুকি পাঠে যায়
বই নিয়ে কাঁধে।


বাউলেরা গান গায়
তাঁতী বুঁনে তাঁত,
নিজ কাজ নিজে করো
যাবে নাকো জাত।