আমি পৃথিবীর বুকে দেখিয়াছি যত রূপ
দুচোখে যত কিছু লাগিয়াছে অপরূপ,
সবচেয়ে বেশি সুন্দর যৌবন!
হোক সে মানুষের, হোক সে কুকুরের
হোক সে নদী নালা গাছপালা বন,
সবচেয়ে বেশি সুন্দর যৌবন।


যৌবন ছাড়া প্রাণী অনাদরে মরে
যৌবন ছাড়া গাছে ফুল নাহি ধরে
যৌবন ছাড়া নদীতে আসে না জোয়ার
যৌবন ছাড়া সুন্দর নাহি কিছু আর।


তুমি যৌবনা তাই তুমি সুন্দর
সুন্দর তোমার চারিপাশ, তোমার অন্তর
দু'চোখে তুমি যা দেখো তা-ই সুন্দর
হোক সে নর হোক, হোক সে নারী,
হোক সে নদী ফুল পাখি বন,
তুমি যা দেখো তা'ই লাগে সুন্দর
কারণ সুন্দর হলো যৌবন।