বাবার স্বপ্ন


করস আলী বড়ো ছাওয়া রহমত আলী
গ্রামের পাঠশালে বড় মেধাবী,
পন্ডিত মশাই প্রায়ই বলে,
ছাওয়া একখান তোমার করস আলী
যত্ন করো খ্যাতি এনে দিবে
সাত গ্রামের নেই তার জুড়ি।

পাঠশালে খেলার মাঠে সমান তালে
তালি হাতে সবাই বাহবা তোলে
বাবার মুখ হাসিতে ভরে
বড় হও তুমি যাও যত দুরে
পাশে আছি আমি নেই ভয় তাতে
লেখা- পড়া শিখে আজ ডিগ্রি বড়
জ্ঞানে আজ পড়া গাঁয়ে সুনাম তার।

কসর আলীর চোখে জলের ঢল
এত জ্ঞানী হলো ছাওয়া বাবা আজ পর
লেখা- পড়া শিখে হয় বড় ডিগ্রিধারী
মানুষ হওয়া যে আজ কত দরকারী
অফিস - আদালতে তার কত সুনাম
বাবা পরিচয় নাকি বড় লজ্জা তার
বাবা স্বপ্ন আজ অভিশাপ রুপী
লেখাপড়া শুধু নয়,
মানুষ হওয়া বড় দরকারী।।