তুমি বসন্তের কোকিল,
গাছে গাছে ফোটা ফুল-
হেমন্তের পাকা ধান
শরতের কাশফুল।


বৈশাখে তুমি কালবৈশাখি
জৈষ্ঠ্য তে পাকা আম,
আষাঢ়ে তুমি ফোটা ফোটা বৃষ্টি-
বরষায় ভরা নদী-
ইচ্ছে করে স্নান  করি
অনুমতি দাও যদি।


শীতে তুমি রাতের কম্বল
সকালের তাজা শিশির,
গ্রীষ্মে তুমি বটের হাওয়া
লাগে যেমন মধুর।


চিরকাল থাক হেথায়
কখনো শীত কখনো বরষায়
হেমন্তে শরতে গ্রীষ্ম বসন্তে-


হারাইয়া যাইওনা এই বুক ছারিয়া
থাকিও  এখানে ভালবাসিয়া
এই হল মোর মিনতি -
ও গো, এই হল  মোর মিনতি।