ওই ছকিনা -
কাঁদিস  কেন?
কি হয়েছে তোর?


সপ্ন আমার ভেংগে গেছে,
পদ্মা নদীরর স্রোতে


ওমা, বলিস কি-
সপ্ন সে তুই দেখলি আবার কবে?


গত বানের শেষ এর দিকে
সপ্ন বাধলাম আমি বুকে -
এবার আমি ঘর বাধিব
থাকব আমি সুখে।


ওই,পদ্মা আমায় বুঝলনারে,
ভাঙল আমার ঘর।
তারে আমি আপন ভাবি
সে মোরে করেছে পর।


ওই,ছকিনা,
কাঁদিস না তুই-
ভাবিস না তুই আর
আমরা তরে ঘর করে দিব
ওই জমিতে আবার।


আরে ও ভাই-
ঘরের জন্য আমি কাদি নারে।
ঘরটা সেত ভেঙে পরে,
প্রতি বারে বারে।


আমার বুকের মানিক রতন
সে যে আমায় ছেড়ে গেছে
চিরদিনের মতন।


পদ্মা আমায় পর করেছে,
বুকের মানিক কেরে নিয়েছে,
আমি কেমন করে তাহার পারে -
আবার এ ঘর বাধি?


ওই,ছকিনা-
গেছিস কিনা ভুলে?
হানাদারদের হারিয়ে দিয়েছি
বীর স্লোগান তুলে।
বাঙালী মোরা ভয় করি নাক আর,
মোরা অকুতোভয়, মোরা দুর্বার।


হাতে হাত ধরে এগিয়ে যাব
চলনা মোরা আজি,
পদ্মার সাথে লড়াই করে
জীবন করে বাজি।