আমার সপ্ন গুলো ওই আকাশ ছুতে চায়,
মনে হয় এখুনি বুঝি
পুরনো হবে বাসনা,
সপ্ন গুলো সত্যি হবে ওই আঙ্গিনায়।


কিনতু তখন মুখ থুবড়ে পড়ে,
আমার সকল সপ্ন-
সকল আশা প্রত্যাশা
যাহার জন্য এত ব্যাকুলতা।


যখন আমি বলতে পারিনা
স্বাধীন  ভাবে কথা।
বলিতে গেলে খুন গুম আর
ফাটিয়ে দেয়া হয় মাথা।


হরতালেতে,বিস্ফারণ এ-
ঝলসে যখন আমার ভাইয়ের দেহ,
তাহার জন্য দুহাত বারিয়ে
এগিয়ে আসেনা  কেহ।


রানা প্লাজায় যখন
প্রতিধ্বনিত হয় শ্রমিকের আত্বচিৎকার
তাদের দেখিয়া চোখের পানি
ধরিয়া রাখিতে পারিনা আর।


শোলাকিয়ায়য় যখন -
ভাইয়েরা চালায় ভাইয়ের বুকে গুলি।
তখন ভেংগে পড়ে -আমার
সকল সপ্ন গুলি।


সপ্ন ভেংগে যায়
ইচ্ছাশক্তি হারিয়ে যায়
তবু বেচে থাকি -হ্যা
বেচে থাকি কোন আশায়?


হৃদয় জুড়ে বিরাজ করে
একি শুন্যতা,
রক্ত দিয়ে স্বাধীন করেছি -
তবে, এই কি  স্বাধীনতা?