''হায়রে চাকুরী''


হায়রে চাকুরী আমার যে পকেট ভর্তি ঋণ,
চোখ মেলে তাকালেই হাহাকার কাটেনা যে দিন ।
মাস শেষে পাই ধার্য্ বেতন,
কমনে রাখিব নিজেরই যতন ।
এটা নাই ওইটা নাই
এসব শুনে হই আমি নাজেহাল,
বটবৃক্ষ হয়ে আমি
আগলে রাখবো সংসারের সবুজ পাল ।
Corporate এ শিকার আমি
দাবার ওই ঘোড়ার চালে,
পরেছি আমি বোকা বনের এই মায়াজালে ।
অর্ধেক মাস না যেতেই হয়ে যায় পকেট ফাঁকা,
চাহিদার বন্যা বয়ে মাথায় আমার বিশাল ঝাঁকা ।
তেল মেরে উঠে যায় তেলে মাথার ঝটায়,
Dinosaur এর ভয়ে চুপসে যায়
কেউ করেনা আঘাত তার বিশাল ওই মাথায় ।
Boss বলে কাজ কর আর হয়ে যাও তোমরা গাধা,
বেলা শেষে Increment এর সামনে আশে পাহাড় সমান বাঁধা ।
উপর তলার মানুষেরাই মানুষ,
রং বদলে হয়ে যায় হাজার রঙ্গের ফানুষ ।
এমন যদি হত বিশ দিনে এক মাস,
তাহলে সংসার চলতো আমার আনন্দে উচ্ছাস ।
প্রত্যাশা শুধু খোদার তোরে,
ভালো থাকি যেনো তোমার নেয়ামত নিয়ে ।
সৎ পথে করি যেনো হালাল রুজি,
সবার মনে থাকে যেনো সততার পুজি ।