হে মহিয়সী নারী,রুপ দেখিয়ে মন করেছো বিনোদিনী ।”
তোমার মাঝে ছিলো এক কাল নাগিনী,তা প্রকাশ্যে আমি বুঝিনি ।”
সপ্নের জগত দেখিয়ে মেরেছো ছোবল,
বিষের আর্তনাতে হারিয়েছি মনোবল ।”
বিষ ঢেলেছো মনের গহিনে একটু একটু করে,
তোমার লোভ ছলনার মাঝে পড়ে ছিলাম অন্ধকার ঘরে ।”
বলেছিলে আমার হবে প্রতিজ্ঞার হাত বাড়িয়ে,
অন্যের হাত ধরে চলে গেলে আমাকে এক কোনে দাড় করিয়ে ।”
আমিতো ছিলাম দাবার গুটি তোরই হাতে,
ব্যবহার করে ফেলেছিস আমাকে এক অগ্নিপাতে ।”
হায়রে কাল নাগিনী,রুপকথার গল্প শুধু গল্পতেই শ্রেয়,
বাস্তব জগতে আমি ছিলাম না তোর কাছে প্রিয় ।”
চলে গিয়ে ভালোই করেছিস,তোর জীবন সাজিয়ে ।”
তোর থেকে ভালো কিছু পেয়েছি,দিলো সে জীবন ঘুছিয়ে ।”
জানাই শুকরিয়া খোদার কাছে পেলাম জান্নাতের উপহার,
ভালোবাসবো মনের তরে করবনা তাকে অপব্যবহার ।”
কাল নাগিনী এ জগতে থাক তুই ভালো,
শেষ বিচারে খোদার কাছে হবি কালো ।”
মনের অন্তরায় ফোটে যেনো ফুল কামিনি,
দুর হয় যেনো মন থেকে কালো কাল নাগিনী ।”