“বাম পাঁজর’’

বাম পাঁজরের হার দিয়ে তুমি সৃষ্টি,
নারী রুপে ভালোবাসা ছড়াও সমুদ্র অদৃষ্টি ।
খোদার এই নেয়ামত কেউ করোনা অপব্যবহার,
ধ্বংস হবে তোমরা করো তাকে স্বদব্যবহার ।
মা রুপে এসে প্রথমে ছড়াও রক্তের নদী,
সব কিছু আত্মত্যাগ করে ছড়াও ভালোবসার নিরবদী ।
বোন রুপে এসে ছড়াও স্নেহের অধিকার,
ভাই বোনের ভালোবসা কমেনা যতই পড়ুক মনের ঝংকার ।
স্ত্রী রুপে এসে ছড়াও আমৃত্যু ভালোবাসা,
আলোর জ্যোতি ছড়াও পূর্ন করো মনের সহসা ।
উত্তম স্ত্রী হও আমার মনে ,
জান্নাতে যেতে চাই দুজনে খোদার সনে ।