ভোরের আলোতে ফোটে পদ্ম যৌবনেরই দাস,
       বিবেককে করে ক্ষতি হয় নিরাস ।”
           ঘূর্নি চক্র মত হৃদয় করে ধংস,
তবুও যৌবন চায় ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার অংশ ।”
             প্রেম যদি মিথ্যা হতো
তবে কেনো লাইলী মজনুর প্রেম সবার মুখে সম্মুখিন রতো ।”
           প্রেম যদি হয় ছলনায়,
তবে ফরহাদের ব্যাথার আঘাত শিরীর গায়ে কেনো পড়ে নিরালায় ।”
            যৌবনের প্রেম করো পবিত্র,
    শেষ যাতে না হয় অহংকারের সতিত্ব ।”
মনে যদি থকে সুখ,কুড়ে ঘর ও হয় তাজমহল ,
     মন হয় যদি কটূ,তাজ হয়ে যায় ধংসের মায়ামহল ।”
রুপ সাগরে তুমি কেনো করো রুপের অহংকার,
মাটির ঘরে যাবে যেদিন সব কিছু হবে জংকার ।”
           কৃতদাস হও পবিত্র ভালোবাসার,
ইহকাল পরকাল গুন চাইবে তোমার কাছে আশার ।”
          ভাবনা যেনো শেষ না হয় সুদুর,
সবার মনে থাকুক ভালোবাসার এক পদ্ম পুকুর …….।”