দৃষ্টি কোনে


মন আজ আমার হারানো দৃষ্টি কোনে,
জানিনা চোখের জল পড়েছে আমার ওই উজান বনে ।
সাঁন বাধানো ঘাট ভেংঙ্গে যাচ্ছে
পানি আসছে নিকট তিরে,
কাগজের নৌকা হারিয়ে যাচ্ছে
শত লোকের ভিড়ে ।
কিছুই ভালো লাগেনা আমার নিশ্চুপ এই মন,
অস্ত যাওয়া সূর্যের পর সন্ধ্যা তারা আমার আপনজন ।
জগৎ সংসারে কেউ কারো নয়
সবাই খুজে স্বার্থ ,
আমিতো খুজিনা স্বার্থ
চাই ভালোবাসা তাই হয় ব্যার্থ ।