ও প্রিয় বধূ আমার সঙ্গহীন নও তুমি,
নও তুমি ছলনাময়ি আর্জিত অশ্রুগামী ।”
ছল করেছি আমি দিতে পারিনি সে পরিমান ভালোবাসা,
তুমি সপ্ন দেখেছো আর বেধেছো আশা ।”
হারাবো না হারাতে পারবো না তোকে,
রাখবো তোকে মনের কটোরে মাঝে আমার এই বুকে ।”
রংধনুর সাত রঙ্গে নয়, মাখাবো তোমায় ভলোবাসার হাজারো রঙ্গের খনিতে ।”
তোমার আকাশ জুড়ে উড়বে শত ডানার প্রজাপতি যা পাওনি অতিতে ।”
ও আমার প্রিয় বধু, এই ধরণীতে নেই আমার বিলাশ,
পূর্ন করব তোমার ছোট ছোট সপ্নের আকাশ ।”
দুজনে দেখবো জ্যোৎস্না, ছোট কুড়ে ঘরের ফাকে ।”
জোঁনাক আর ঝিঝির আলো গানের মেলা, পড়বে ঝাকে ঝাকে ।”
ঘরের দারে বসে তোমার চুলে বাধবো বেনুনি,
তা দেখে ভরবে আমার মন রুহানী ।”
বিধাতা বিভাদ না ঘটায় যেনো, মরনের ও পরে ।”
কষ্ট হক এ ধরনীতে, পেতে চাই তোমাকে জান্নাতের ওই নিড়ে ।”
ও আমার প্রিয় বধু….কথা দিলাম ছায়া হয়ে থাকবো পাশে,
ভলোবাসবো আজীবন আমার এ নিঃশ্বাষে ।”….