ভাতের গরীবের চেয়েও
নিকৃষ্ট গরীব মনুষত্বের গরীব।
সেই গরীবেই ভয় হয়।
জল পেলেই ভাতের ক্ষুধা মরে যায়,
রক্তস্নান করালেও মনুষত্বের ক্ষুধা মিটে না ;
বরং বর্ধিত হয়।
বহু গুন থেকে বহুগুনে
দ্বিকবিদ্বিক লাগামহীন উদ্ভট উশৃঙখল অশ্বের মতো
দ্বিগুণ থেকে দ্বিগুণ তরে
ভাতের সাথে মন্ত্র মিশিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রের সাথে ভবিষ্যতের ভাবনা
যদিও মন্ত্র লাগে নাই তবে তন্ত্রের কাছে হার মেনে গেছি।
নীরবতা নীরবতা নীরবতা।