আমাকে ভালবাসবে বলে
কথা দিয়ে ছিল হাহাকার।
আমাকে ভালবাসবে বলে
শপথ নিয়ে ছিল নগ্ন অন্ধকার।
আমাকে মানুষ করবে বলে,
সভ্যতা থেকে ওঠে আসা-
সকল নাগরিক দল
অধিকার অধিকার করে দাবী করেছিল।
দারিদ্র্যতাকে ঘুচাবে বলে-
সলতে জ্বালানোর কেরোসিন,
হাড়ি বাসন চাল নুন তেল,
আগুন জ্বালানোর লকড়ি
জোগাবে বলে;গলা উচিয়েছিল-
সভ্যতার শীর্ষে থাকা মহাজন।
কোথায় সেসব?
শীতের রাতে শরীর শুষ্ক হয়ে যায়
এখনো রাত্রী যাপিত হয় ছেঁড়া উত্তরীতে।
বর্ষায় প্লাবিত হয়,ভিজে বসনে বৃষ্টি শুকিয়ে যায়,
নাব্যতা নেই,নদী নগ্ন হয়ে যায়
ক্ষুধায় পেটে চামড়া ঝুলে যায়।
এখনো গায়ে চামড়া ওঠে যায়
রৌদ্রে তপ্ততায় তনু ঝলসে যায়।
তবে পুড়ে যাক সে সব,
ঝলসে যাক, সভ্যতার নিকষ কালো অন্ধকারে।


সাঞ্জু
রাজশাহী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ