দেবালয়


দেবালয়ে যাই না বহুদিন হলো
পুজো দেওয়া হয় না
কী জানি কেন, হয়তো;
ক্রোধের অনলে তীব্র অহংবোধে
নিজেকে ভাসাবো না মহারথীর ভুলে,
কিংবা;অধিক পূজনীয় একান্ত দেবতার
সত্যকে; কলুষিত কলঙ্কিত করতে চাই না
ন্যায্যতার অন্যায্যতায় আত্মসমর্পণে।
দেবতা সাথে চলছে দ্বন্দ্ব, তীব্র বিবাদের অভিমানে।ভক্তি,শ্রদ্ধা,ভালোবাসা,দায়িত্ব,প্রেম সবই ঠিক;
স্বপ্নরা উড়ে বেড়ায়,কল্পনায় উঁকিঝুঁকি দেয়
আজ শকুনি মামারা বড্ড বেশি,এইদিনে,
শ্বাসরুদ্ধ সকল প্রত্যাশা, শত শত অভিমানে।
আমি আজ স্বতাড়িত দেবালয়ের আলো থেকে
দিব্যি যাচ্ছে দিন অন্ধকারে, একলা নিবিড় নিঃসঙ্গ শিবিরে।
সফল শুকুনি মামার পাশায় স্বয়ং শ্রীকৃষ্ণে,
হয়তো একদিন;  জীবনানন্দের সেই সোনালী চিল
অন্ধকার নিমজ্জিত ক্ষত বিক্ষত শিবিরে
গাইবে দেবতার তুষ্টিতে প্রভু ভক্তি স্তুতি।
আমারও সময় হবে ফিরবার দেবালয়ে,
অভিমানের যজ্ঞ পন্ড হবে
দেবালয় উৎসবে উৎসবে আন্দোলিত হবে।
দেবতার অভিমানে প্রত্যাশা প্রাপ্তির পুষ্প বৃষ্টি হবে।
প্রতীক্ষা গুলো ভালবাসায় প্রাণ পাবে
স্বপ্ন গুলো প্রজাপতির মতো ধরা দিবে
আবার আমি বসবো পুজোয় পরম ভক্তি ভরে।