হে বোধোদয়
আঁধার সরে সূর্যদয় কি হলো?
তিমির লড়েছি যত
বিজয় কি আমার হলো?
গল্প শুনেছি যত
ছুটেছি অগ্নি ঘোড়ার মতো।
চাষার খাটুনি খেঁ'টে-
চষেছি ;দিন পেরিয়ে সন্ধ্যে
ফিনিক রাতে স্বপ্ন গড়ি
আশায় বাঁধে বুক;চন্দ্র ডোবা দেখি।
হে বোধোদয় -
মেঘে মেঘে তো অনেক বেলা হলো
সকালটা কি সত্যিই হলো?