চলছে দেশ
বাহ দারুণ দেশ
ঊর্ধ্বগতিতে
আধার শেষে আলোর দেশ।
মাথাপিছু আয় বাড়ছে জিকজাক
স্বাক্ষরতার হার শতভাগ।
প্রযুক্তিতে প্রযুক্তিতে
ছেলে ছোকড়া জোয়ান বুড়া
দেশটা হবে সোনায় মোড়া।
হচ্ছে বড় বড় সেতু, নদীর বুক ফেঁড়ে
চলছে বিমান আঁকাশ বেয়ে,
ট্রেন মামা কথা কয় মেট্রোরেলে ঝনঝনিয়ে।
হচ্ছে বড় বড় উদ্যোক্তা
কিনে পুড়ছে পকেটে পৃথিবীটা।
ফকির বিশু তুলছে দশতলা,
পাঁচশত টাকায় ফুকায় সিগারেট
লাল পানি কালা পানিতে রাঙ্গায় চোখ
বলনাচে নাঁচে নাঁচছে  ফুলনবালা।
আমি গ্রাজুয়েট
কোর্ট টাই শ্যুট বুটে
হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাজপথে
দিচ্ছি শ্লোগান
প্লাকার্ড ধরছি কষে
আমার দাবী তোমার দাবী
এক প্লেট ভাত খাবো
দিতে হবে দিতে হবে।
আমার ভাতের প্লেট গেল কই?
প্রশাসন জবাব চাই, দিতে হবে।