৭১-এ যুদ্ধ করে,
লাভ কি হলো এদেশটারে স্বাধীন করে ?
লাভ কি হলো অস্ত্র হাতে সপথ নিয়ে ?
জীবনটাকে বাজী রেখে-
লাভ কি হলো ভাই হারিয়ে, বোন হারিয়ে
বরণ করে মৃত্যুটাকে !


আজো যদি শাসনের ঐ ধুম্র জালে-
‘নরপিচাস’ সৈরাচারের শাসন চলে;
আজো যদি হায়নারা সব রক্ত নেশায়-
পথে-ঘাটে তরুন মনের মৃত্যু ঘটায়;
আজো যদি দূরবৃত্তরাই হয়রে প্রখর,
দূর্বলেরা মৃত্যু ভয়ে কাটল প্রহর;
আজো যদি সন্ত্রাসীরা অস্ত্রের জোরে-
সব অধিকার নেয়রে কেড়ে,
আজো যদি শন্তানের ঐ লাশটা কোলে-
ভাসলরে মা চোখের জলে-
লাভ কি হলো এদেশটারে স্বাধীন করে ?


তোরা থাম-
তোরা থাম-
বাঙ্গালী ভাই ;
আমি চাই-
শত শহীদের রক্তের দাম,
দেখিতাম
যাচাই করে ;
লাভ কি হলো এদেশটারে স্বাধীন করে।
                                 -সংকেত