কিছুটা মুক্ত সময়-মুক্ত মনে
জন্ম ভূমিকে দাও,
জননী কে দাও-
তার-চে একটু বেশি
বন্ধু কে দিয়ে যাও
সে যত টুকু খুশি।


বড় দের অধিকার কষে
ছোট সব কাঁদছে-রে বসে
স্রষ্টার সংসারে কিছু দাও
আগামী টা সু-কমল
খেলছে সে মায়া দোল
বাকি টা সময় তুমি তাকে দাও,
সুন্দর আগামী টা সাজিয়ে নাও।