শীতের রাত,
কাঁক গুলো কেমন-
কা কা করে ডেকে যায়।
ভাবনার ও রাত-
গাছে গাছে পাতা প্রীতির আসর
মিলনের সুখ খুঁজি তায়।


ওরা বেদুইন, পর দেশী ওরা,
এসেছে বেদের বেশে;
জন্ম ভূমির শিকল ছিঁড়েছে
তাই মানবতা বোধ হাসে।


গুমট মেঘে শিশিরের ঢল
নিঝুম নিশির আদরে।
শেষ কথা বলা হলো না যে শেষ
বাকি থাক কাল ভোরে।


আলোর ভুবনে ডানা মেলে পাখি-
কোথা উড়ে যাস যা;
যাস নে রে ভুলে প্রীতির আসর
আমাদের এ ছোট গাঁ।