আমাদের-এ সংসারে
ছোট ছোট আসরে জীবনের গান;
ধরা পাতে এক সাথে আত্মারা
কবেকার কে কোন মহা প্রাণ।


ধীরে ধীরে জীবনের ক্ষয়
প্রাণ গুলো দিনে দিনে বড় হয়;
গাছে গাছে ফোটে ফুল
কিচিরমিচির বুলবুল।


কি সুধা, সংসার ভূবনে
জীবনের এই মহা মিলনে
আত্মারা এক হয়ে মিশে যায়;
ভরে তোলে পাখি নীর শ্যামল শোভায়।