আমি-
আকাশের বুকে বিজলী চমকে মেঘগুলো-কে
ঘণিভুত হতে দেখি, তাই-
ধ-মকে ধম-কে, চ-মকে চম-কে
বারে বারে সে দিকে তাকাই।
দেখি-
মাতৃ ভাষা বাংলার দাবী-
রঞ্জিত বাঙালি ভাই।


যদি ফিরে চাই, দেখি-
আচারে-খাতিরে শিবিরে শিবিরে
থালা হাতে ধরে বসে আছি আমরা সবাই।


দেখি-জননীর চোখে জল,
অসহায় বোনের বুক ফাটা আহাজারি,
লাশের গন্ধে ধূ-ধূ অঞ্চল-
চঞ্চল বাতাস, হয়েছে গুমট-ভারি।


ক্ষুধার্ত কাক চেটে-পুঁটে খায়
নয়ন তারার কাজল,
বুক চিরে খায় চিল শকুনেরা,
বসে বসে চিবায় হায়েনার দল।


মাঠের সবুজ ডগায়
লেপে আছে রক্তের কালো দাগ;
মৃত্যু ক্ষুধা, শন শন উড়ে চলে বায়
বুলেটের আছে সেই ভাব।


যদি ফিরে চাই, দেখি-
সে দিনের সেই বে-ঈমান,
সেই লুটেরার হরিল্লোট, চলছেই-লোপাট;
যদি ফিরে চাই, দেখি-
ক্ষমতার দাপট, সুই-মুখ ঠোঁট-
খুলে বসে আছে সব বন্ধ কপাট।


যদি দেখি আজো সেই ছলনার রীতি,
পেতে হয় নিপীড়ন যন্ত্রণা;
আজো দেখি যদি সেই মৃত্যু ভীতি
প্রতিবাদ মিছিলে দিয়ে যায় হানা।


আজো যদি দেখি রুদ্ধ-রে বাক,
হায়েনার করে কি রে উপহাস ?
সোনার বাংলা গড়া থাক-
স্বাধীনতা, কি-জানি-তা-
হারিয়েছি বছর পঞ্চাশ।